সোমবার, ১৮ মে, ২০১৫

সুগন্ধি মাখতে গিয়ে




(Life Style Noakhali) লাইফস্টাইল ডেস্ক॥

গরম এলেই ফারফিউমের বদলে কদর বাড়ে বডি স্প্রের। বিশেষ করে ঘামের দুর্গন্ধ থেকে গা বাঁচাতে এরচে' কাছের বন্ধু আর কি-ই বা আছে? এসময়ে তাই বডি স্প্রের চাহিদাটাও একটু বেশি। তবে যেমন তেমন ভাবে ব্যবহার না করে একটু কৌশলি হলে বডি স্প্রে থেকে শতভাগ কার্যকারিতা আদায় করে নিতে পারবেন। জেনে নিন কিছু খুঁটিনাটি-
ব্র্যান্ড ভালো হওয়া চাই
বডি স্প্রে ব্যবহারের সময়ে ভাল ব্র্যান্ড দেখে ব্যবহার করা উচিৎ। তা না হলে যে কোনে ব্র্যান্ডের বডি স্প্রের সুগন্ধি বেশিক্ষণ তো থাকবেই না পাশাপাশি তা ত্বকের ক্ষতি করবে। তাই সুগন্ধি দীর্ঘক্ষণ থাকে এমন একটি ব্র্যান্ড বাছাই করুন। এক্ষেত্রে দাম নয় ভরসা রাখুন নামের ওপরে।
আগে সাফসুরত
গোসল সেরে তবেই বডি স্প্রে মাখুন। এতে কার্যকারিতার শতভাত উশুল হবে। 
শরীর জুড়ে সুগন্ধী
বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে দেহের বিভিন্ন অংশে ব্যবহার করুন। শুধু আন্ডার আর্মসে ব্যবহার করলে ঘামের গন্ধ বিলীন হয়ে যেতে পারে। এজন্য যে অংশগুলো ঘামে না যেমন কানের পেছনে, হাতের কব্জিতে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহারে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে। আর মুখ, চোখ বা অন্য স্পর্শকাতর জায়গায় যাতে স্প্রে না লাগে সেদিকে খেয়াল রাখুন। নইলে হিতে বিপরীত হতে পারে।
কাপড়ে নয় ত্বকে
সাধারণত কাপড় পরার আগেই বডি স্প্রে ব্যবহার করা উচিত এবং সেটা সরাসরি ত্বকে। এক্ষেত্রে স্প্রে'র কন্টেইনার শরীর থেকে অন্তত ১০-১৫ সেন্টিমিটার দূরে রেখে স্প্রে বাটন প্রেস করুন। নইলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। আর ভুলেও যদি কাপড়ের ওপর দিয়ে স্প্রে করেন তাহলে কাপড়ের দফারফা হতেও দেরি হবে না।
রয়েসয়ে পোশাক পরুন
বডি স্প্রে করার পরপরই কাপড় পরবেন না। কিছুক্ষণ অপেক্ষা করুন যেন স্প্রেটি সারা গায়ে ছড়িয়ে পড়ে।
ঘাম কম হলেই ভাল
অতিরিক্ত ঘামলেই বডি স্প্রের সুগন্ধিটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এজন্য যতটা সম্ভব কম ঘামার চেষ্টা করুন। তাহলে সাধের বডি স্প্রের সুগন্ধি আরও দীর্ঘায়ু হবে।
ঘ্রাণে ঘ্রাণে মিল
যেই ব্র্যান্ডের বডি স্প্রেটি ব্যবহার করছেন একই ব্র্যান্ডের এবং একই ঘ্রাণযুক্ত অন্যান্য প্রসাধনী ব্যবহার করুন। এতে করে বডি স্প্রের সুগন্ধিটি দিনশেষে নিঃশেষ হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।
একবার নয় বারবার
আপনার বডি স্প্রে যদি একেবারেই কম সময় স্থায়ী হয়ে থাকে তাহলে এটিকে সবসময় অপনার সঙ্গেই রাখুন এবং একটু পরপর ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন